ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিশতক হাঁকিয়েও বাদ পড়লেন ইশান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ১০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:০০, ১০ জানুয়ারি ২০২৩

ইশান কিশান

ইশান কিশান

Ekushey Television Ltd.

ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন রোহিত শর্মা। যেহেতু তিনিই অধিনায়ক, সে কারণে একাদশে অনুমিতভাবেই থাকছেন তিনি। জল্পনা ছিল ওপেনিংয়ের অপর জায়গাটি নিয়ে। যেখানে সুযোগ পেলেন শুভমান গিল। অর্থাৎ বাদ পড়তে হলো সর্বশেষ ম্যাচে দ্বিশতক হাঁকানো ইশানকেই। 

শ্রীলঙ্কার বিপক্ষে আজ (১০ জানুয়ারি) প্রথম ওয়ানডেতে শুভমান গিল নাকি ইশান কিশান- দুজনের মধ্যে কে থাকবেন একাদশে, এ নিয়েই চলছিলো আলোচনা। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য ম্যাচের আগের দিনই তা মিটমাট করে দেন। 

ওয়ানডেতে শেষ বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন গিল। অন্যদিকে গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে দ্রুততম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েন ইশান কিশান। ওয়ানডেতে এটাই ছিল ভারতের সর্বশেষ ম্যাচ। কিন্তু ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও পরের ম্যাচেই বাদ পড়তে হলো তাকে। 

ইশানের না থাকা নিয়ে রোহিত বলেন, ‘ঈশানকে আমরা খেলাতে পারছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা শেষ আট-নয় মাসের পারফরম্যান্সের নিরিখে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয়েছে গিলকে সুযোগ দেওয়া উচিৎ। ঈশানও আমাদের পরিকল্পনায় থাকছে। ওকেও সুযোগ দেওয়া হবে। সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে।’ 

রোহিত আরও যোগ করেন, ‘ঈশানের কাছ থেকে আমি কিছু কেড়ে নিতে চাইছি না। ঈশান দলের হয়ে দারুণ খেলছে। জানি এক দিনের ক্রিকেটে ওর ডাবল সেঞ্চুরিও রয়েছে। এটা দুর্দান্ত কৃতিত্ব। সত্যি বলতে বাধা নেই, যারা অতীতে ভালো পারফরম্যান্স করেছে, তাদের যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিৎ। ’ 

গেল ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৩১ বলে ২৪টি চার ও ১০ ছক্কায় ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইশান। বড় ব্যবধানেই জয় পায় ভারত। তবে আগেই দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করে বাংলাদেশ দল।

এনএস//কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি